আদমজী ক্যান্টনমেন্ট কলেজ রিভিউ, ভর্তি প্রক্রিয়া, সুযোগ সুবিধা বিস্তারিত জানতে হলে এই পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন। আজ আমি আদমজী ক্যান্টনমেন্ট কলেজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ বাংলাদেশের একটি সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজের অত্যাধুনিক সুযোগ-সুবিধা, পড়াশোনার মান এবং পরীক্ষার ফলাফলের জন্য অনেক শিক্ষার্থীর কাছে স্বপ্নের একটি কলেজ।
তো, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন শিক্ষার্থীদের পছন্দের তালিকায়? আসুন জেনে নেই।
সংক্ষিপ্ত পরিচিতিঃ
সেনাবাহিনী কর্তৃক পরিচালিত আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ১৯৬০ সালের ১৬ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে। কলেজটি সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এবং শিল্পপতি প্রয়াত গুল মোহাম্মাদ আদমজীর অর্থায়নে ইংল্যান্ডের আদি পাবলিক স্কুল “ইটন” ও “হ্যারো”-র আদর্শে প্রতিষ্ঠিত। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ মূলত সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের জন্য প্রতিষ্ঠিত হলেও বেসামরিক ছাত্র-ছাত্রীরাও এতে পড়াশোনা করতে পারে। বর্তমানে এই কলেজ এ একাদশ-দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়ে শিক্ষার পাশাপাশি ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স, মাস্টার্স ও বিবিএ কোর্স চালু রয়েছে।
নাম | আদমজী ক্যান্টনমেন্ট কলেজ |
প্রতিষ্ঠা | ১৬ ফেব্রুয়ারি ১৯৬০ |
প্রতিষ্ঠাতা | গুল মোহাম্মদ আদমজী |
অবস্থান | ঢাকা সেনানিবাস, ঢাকা |
স্লোগান | শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা |
শিক্ষার্থী সংখ্যা | ৬,৫০০ জন |
শিক্ষক সংখ্যা | ১১৬ জন |
ওয়েবসাইট | www.acc.edu.bd |
আদমজী ক্যান্টনমেন্ট কলেজঃ সুযোগ-সুবিধা
আর্মিরা ডিসিপ্লিনের দিক দিয়ে সেরা সেটা বলার অপেক্ষা রাখে না। আর যেহেতু আদমজী ক্যান্টনমেন্ট কলেজ আর্মিদের দ্বারা পরিচালিত তাই এখানে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এগুলোকে প্রাধান্য দেয়া হয়।
কলেজটি মনোরম ক্যান্টনমেন্ট এরিয়ায় অবস্থিত যেখানে রয়েছে মাথার উপর ছায়া এবং ঠান্ডা, শীতল পরিবেশ। এছাড়াও রয়েছেে একটা সুন্দর মসজিদ, একটা ক্যান্টিন, একটা বাস্কেটবল গ্রাউন্ড, একটা বিশাল খেলার মাঠ।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজে কী কী রয়েছে?
- একটা বিল্ডিং এ লিফট আছে,অন্যগুলোতে নেই
- এসি সংযুক্ত রুম
- পর্যাপ্ত উপকরণসহ ল্যাবরেটরি
- কম্পিউটার ল্যাব (১০০টির বেশি কম্পিউটার)
- ছেলে ও মেয়েদের আলাদা কমনরুম
- সব করিডোরে ঠান্ডা পানির ব্যবস্থা
- সমৃদ্ধ লাইব্রেরি
- প্রাথমিক চিকিৎসা সেবা।
কলেজের সময়সূচীঃ
প্রতিদিন সকাল ৭.৩০ থেকে ১.১৫ পর্যন্ত ক্লাস হয়। শীতকালে ক্লাসের সময়সূচী ৭.৪৫ থেকে ১.৩০ পর্যন্ত।
আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ফলাফল
আদমজী কলেজ প্রতিবছরই সারা বাংলাদেশে এইচএসসি ফলাফলে সেরা ৫টি কলেজের মধ্যে অবস্থান করে। গত বছর এটি এইচএসসিতে সারাদেশে দ্বিতীয় এবং আগের বছর ১ম স্থানে ছিল।
এক নজরে এইচএসসি রেজাল্ট ২০২২
বিভাগ | মোট শিক্ষার্থী | পাশ | GPA 5 | GPA 4-5 | GPA-3.5-4 | পাশের হার | GPA 5 এর হার |
বিজ্ঞান | ১৬৬৬ | ১৬৬৬ | ১৬৩৪ | ৩২ | – | ১০০% | ৯৮.০৭% |
মানবিক | ১৯১ | ১৯১ | ১৪৬ | ৪৪ | ০১ | ১০০% | ৭৬.৪৪% |
ব্যবসায় শিক্ষা | ৫৪৬ | ৫৪৬ | ৪৯৪ | ৫২ | – | ১০০% | ৯০.৪৮% |
মোট | ২৪০৩ | ২৪০৩ | ২২৭৪ | ১২৮ | ০১ | ১০০% | ৯৪.৬৩% |
একনজরে এইচএসসি রেজাল্ট ২০২১
বিভাগ | মোট শিক্ষার্থী | পাশ | GPA 5 | GPA 4-5 | GPA-3.5-4 | পাশের হার | GPA 5 এর হার |
বিজ্ঞান | ১৫৬২ | ১৫৬২ | ১৫৫৬ | ০৬ | – | ১০০% | ৯৯.৬২% |
মানবিক | ২০৭ | ২০৭ | ১৩৩ | ৭৩ | ০১ | ১০০% | ৬৪.২৫% |
ব্যবসায় শিক্ষা | ৫৪৬ | ৫৪৬ | ৪৫৯ | ৮৭ | – | ১০০% | ৮৪.০৬% |
মোট | ২৩১৫ | ২৩১৫ | ২১৪৮ | ১৬৬ | ০১ | ১০০% | ৯২.৭৯% |
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভর্তি
প্রতিবছরই আদমজী ক্যান্টনমেন্ট কলেজে একাদশ শ্রেণিতে নতুন ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়। ভর্তি কার্যক্রম অন্যান্য কলেজের মতোই অনলাইনে সম্পাদন করতে হয়।
আবেদনকারীকে প্রথমে একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd-তে গিয়ে Apply Online এ চাপ দিয়ে প্রয়ােজনীয় তথ্য পূরণ করে কমপক্ষে ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম উল্লেখপূর্বক আবেদন করতে হবে। যেসকল শিক্ষার্থী আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হতে চায় তাদেরকে পছন্দক্রমের তালিকায় অবশ্যই এ কলেজকে ০১ নম্বরে রাখতে হবে।
ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম বোর্ডের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন হবে। ভর্তি বিষয়ক যাবতীয় তথ্য প্রতিষ্ঠানের ওয়েব সাইট www.acc.edu.bd তে পাওয়া যাবে।
ভর্তির যোগ্যতা
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৫, ব্যবসায় শিক্ষা বিভাগে ন্যূনতম জিপিএ ৪.৫ এবং মানবিক বিভাগে জিপিএ ৪ থাকতে হবে।
বিভাগ | ন্যূনতম জিপিএ |
বিজ্ঞান | ৫.০০ |
মানবিক | ৪.৭৫ |
ব্যবসায় শিক্ষা | ৪.৭৫ |
তবে সামরিক বা মুক্তিযোদ্ধা কোটার শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের সুযোগ রয়েছে।
বি.দ্রঃ গতবছর আদমজীতে চান্স পেতে কোটা ছাড়া 1180 মার্কস এর প্রয়োজন ছিল। এবছর এই নম্বর আরও বাড়তে পারে।
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভর্তি ফি ও বেতন
ভর্তি ফিঃ দুই কিস্তিতে ১৮-২০ হাজার
মাসিক বেতনঃ ২৫৫০ টাকা / ১১২৫ (কোটাধারীদের জন্য)
পরীক্ষা ফিঃ ১০০০ টাকা
যাতায়াতঃ কলেজে ভর্তির পর নিজস্ব ব্যবস্থাপনায় বাসস্থান ও যাতায়াতের বন্দোবস্ত করতে হবে।
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ এর বিশেষ বৈশিষ্ট্য
- এখানে ফেইল করলে প্রতি সাব্জেক্টের জন্য ১০০০ টাকা জরিমানা দিতে হয়। এর পাশাপাশি অভিভাবকদের অঙ্গীকারনামায় সাইন করতে হয়। যেসব বিষয়ে ফেইল করেছে সেসব বিষয়ে একজন করে শিক্ষককে দায়িত্ব দেওয়া হয় ।
- বার্ষিক পরীক্ষায় একাধিক বিষয়ে ফেল করলে বের করে দেওয়া হয়।
- সেরা রেজাল্ট করলে ১০ হাজার টাকা ও প্রিন্সিপ্যালস এ্যাওয়ার্ড প্রদান করা হয়। শীর্ষ ২০ জনকে পুরষ্কৃত করা হয় এবং তাদের অভিভাবকদের নিয়ে হয় প্রিন্সিপ্যালস ডিনার।
- প্রতি বছর স্টুডেন্ট অফ দি ইয়ার নির্বাচন করা হয়।কলেজে ঢুকতেই Student of the year এর লিস্ট চোখে পড়ে।
- এখানে পাশ নম্বর হলো ৪০।
- আদমজীর স্টুডেন্টরা তাদের টিচারদের লেখা বই-ই পড়ে থাকে। আদমজীর শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে যথেষ্ট ফ্রি।
- ক্লাস ক্যাপটেনদের ব্যাপক পাওয়ার দেওয়া হয়, অনেকসময় এরা টিচারদের চেয়েও বেশি পাওয়ার পায়।
- ১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাতে পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে ধরে এনে এখানে রেখেছিল।
- মুক্তিযুদ্ধের সময় এটি পাক হানাদারদের গড়া সবথেকে বড় ক্যাম্পগুলোর একটি ছিলো।
যদিও এই কলেজ অনেকের কাছে প্যারাময় মনে হয়, আদমজীতে সারা বছর উৎসব লেগেই থাকে। বলা যায় এখানে বারো মাসে তেরো উৎসব। প্রেতি সপ্তাহেই কোনো না কোনো ফেস্টিভ্যাল থাকে। আর প্রতিটি অনুষ্ঠানেই কলেজকে অপরূপ রূপে সাজানো হয়।
- এই কলেজের রয়েছে বেশ কিছু ক্লাব যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
এক্সট্রা করিকুলার এক্টিভিটি

Adamjee cantonment college sportsছাত্র-ছাত্রীদের জন্য আদমজীতে ২৫ টির মতো ক্লাব রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ক্লাব হলোঃ
- এনএএসসি (নিউট্রিনো এসিসি বিজ্ঞান ক্লাব)
- বিতর্ক ক্লাব
- ফটোগ্রাফি ক্লাব
- আইটি ক্লাব
- বিজনেস ক্লাব
- ক্রীড়া ক্লাব
- সামাজিক কল্যাণ ক্লাব
- ভাষা ক্লাব
- মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন
- কুইজ ক্লাব
- সাংস্কৃতিক ক্লাব
- এক্সপ্লোরার্স ক্লাব
- ব্যান্ড ক্লাব
- ইকো অ্যামিকা ক্লাব
- তায়কোয়ান্দো ক্লাব
- আর্ট ক্লাব
- গণিত ক্লাব
- বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ইত্যাদি।
এছাড়াও প্রতিবছর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করা হয়। কলেজটিতে চারটি হাউজ রয়েছে। প্রতিটি হাউজে দুই জন করে মোট 8 জন প্রিফ্যাক্ট আছে। মেধাবী শিক্ষার্থীদের প্রতিবছর প্রিফ্যাক্ট ব্যাজ দেওয়া হয়।
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কি সরকারি?
না, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একটি স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান।
উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী
টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, অভিনেতা সালমান শাহ, টনি ডায়েস, মুক্তিযুদ্ধে শহীদ শাফী ইমাম রুমী, র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সচিব মফিজুল ইসলাম, চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ এরা সবাই আদমজী ক্যান্টনমেন্ট এর ছাত্র ছিলেন।
The post আদমজী ক্যান্টনমেন্ট কলেজ রিভিউ, ভর্তি প্রক্রিয়া, সুযোগ সুবিধা বিস্তারিত appeared first on E-Shikka.