ঢাকার সেরা ১০টি কলেজ তালিকা 2025

ঢাকার সেরা ১০টি কলেজ তালিকা ২০২২ নিয়ে আজকের এই পোস্ট। ঢাকার মধ্যে সেরা কলেজ কোনগুলো? জানতে হলে এই পোস্টটি পড়ুন।

আপনি কি ঢাকার সেরা কলেজ সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে এই পোস্টটি আপনার জন্য। এই পোস্টে আমি ঢাকার সেরা ১০টি কলেজ সম্পর্কে অলোচনা করতে যাচ্ছি। এছাড়াও পোস্টে ঢাকার সেরা ২০ টি কলেজের লিস্ট সংযুক্ত করেছি।

ইশিক্ষা.কম সবসময় শিক্ষা বিষয়ক আপডেট দিয়ে থাকে। আমরা বিভিন্ন পরীক্ষার সাজেশন, প্রশ্ন সমাধান, পরীক্ষার রুটিন, ফলাফলসহ বিভিন্ন টিপস ও ট্রিকস শেয়ার করে থাকি। তাই সকল তথ্য পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।

ঢাকার সেরা ২০টি কলেজের তালিকা

ঢাকার ভালো কলেজ বেছে নিতে আপনাকে সাহায্য করার জন্য আমরা 2022 সালে ঢাকা বোর্ডের সেরা 20 টি কলেজের তালিকা এখানে প্রকাশ করছি। আশা করি, তালিকাটি আপনাকে ঢাকার শীর্ষ কলেজে ভর্তি হতে সাহায্য করবে। শীর্ষ কলেজের অবস্থান বাংলাদেশ শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত হয়, এখানে ঢাকার সেরা কলেজগুলির তালিকা রয়েছে।

অবস্থানকলেজের নাম
1নটরডেম কলেজ
2আদমজী ক্যান্টনমেন্ট কলেজ
3ভিকারুননিসা নুন গার্লস স্কুল অ্যান্ড কলেজ
4ঢাকা সিটি কলেজ
5রাজউক উত্তরা মডেল কলেজ
6হলি ক্রস কলেজ
7ঢাকা কলেজ
8আইডিয়াল স্কুল এন্ড কলেজ
9বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
10ঢাকা কমার্স কলেজ
11বিএএফ শাহীন কলেজ ঢাকা
12রেসিডেন্সিয়াল মডেল কলেজ
13মির্জাপুর ক্যাডেট কলেজ
14ন্যাশনাল আইডিয়াল কলেজ
15এসওএস হারম্যান গেইনার কলেজ
16ক্যামব্রিয়ান কলেজ
17শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ
18শহীদ বীর উত্তম আনোয়ার গার্লস কলেজ
19শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ
20সরকারী বাংলা কলেজ

ঢাকার সেরা ১০টি কলেজ

২০২১ সালের এইচএসসি রেজাল্ট অনুসারে ঢাকার সেরা ১০টি কলেজের পরিসংখ্যান দেখা যাকঃ

ঢাকার সেরা ১০ কলেজ (জিপিএ-৫ সংখ্যার ভিত্তিতে)

্যাংকিংকলেজের নামঅংশগ্রহনকারীপাশপাশের হারজিপিএজিপিএ এর হাররেটিং
০১নটরডেম কলেজ ঢাকা৩২৩৯৩২৩৭৯৯.৯৪২৮৩০৮৭.৩৭৯৩.৬৬
০২আদমজী ক্যান্টনমেন্ট কলেজ২৩১৫২৩১৫১০০২১৪৮৯২.৭৯৯৬.৩৯
০৩ভিকারুন্নিসা নুন স্কুল এন্ড কলেজ২২৩০২২২৮৯৯.৯১২০৮০৯৩.২৭৯৫.৫৯
০৪রাজউক উত্তরা মডেল কলেজ১৭৩৩১৭৩৩১০০১৬৫৯৯৫.৭৩৯৭.৮৬
০৫সরকারি বিজ্ঞান কলেজ১৩০৭১৩০৬৯৯.৯২১২৮৮৯৮.৫৫৯৯.২৩
০৬ঢাকা কলেজ১১৬৩১১৬২৯৯.৯১১১৪৭৯৮.৬২৯৯.৫৮
০৭হলি ক্রস কলেজ১৩২২১৩২০৯৯.৮৫১১৪৬৮৬.৬৯৯৩.২৭
০৮ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ১০৪৬১০৪৬১০০৯৭০৯২.৭৩৯৬.৩৭
০৯মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ১০২৮১০২৫৯৯.৭১৮১১৭৮.৮৯৮৯.৩০
১০সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়৬৬৬৬৬৬১০০৫১৫৭৭.৩৩৮৮.৬৬

[ এই র‌্যাংকিং শুধুমাত্র জিপিএ-৫ এর সংখ্যা হিসেব করে করা হয়েছে। কিন্তু অনেক কলেজ রয়েছে যাদের জিপিএ ৫ সংখ্যা কম হলেও প্রায় সবাই জিপিএ-৫ পেয়েছে। তাই জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর হার বিবেচনা করে ডানদিকের কলামে রেটিং করা হয়েছে। এই রেটিং অনুসারে আমরা কলেজগুলোর একটা তালিকা করতে পারি।

ঢাকার সেরা ১০ কলেজ (জিপিএ-৫ এর হার অনুসারে)

্যাংকিংকলেজের নাম  EIINঅংশগ্রহনকারীজিপিএজিপিএ এর হার
০১ঢাকা কলেজ (107977)১১৬৩১১৪৭৯৮.৬২
০২সরকারি বিজ্ঞান কলেজ (108535)১৩০৭১২৮৮৯৮.৫৫
০৩রাজউক উত্তরা মডেল কলেজ (108573)১৭৩৩১৬৫৯৯৫.৭৩
০৪ভিকারুন্নিসা নুন স্কুল এন্ড কলেজ (108357)২২৩০২০৮০৯৩.২৭
০৫আদমজী ক্যান্টনমেন্ট কলেজ (107855)২৩১৫২১৪৮৯২.৭৯
০৬ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ (108258)১০৪৬৯৭০৯২.৭৩
০৭নটরডেম কলেজ ঢাকা (108274)৩২৩৯২৮৩০৮৭.৩৭
০৮হলি ক্রস কলেজ (131962)১৩২২১১৪৬৮৬.৬৯
০৯মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ (108277)১০২৮৮১১৭৮.৮৯
১০সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (108259)৬৬৬৫১৫৭৭.৩৩

১. নটরডেম কলেজ

নটরডেম কলেজ ঢাকা শহরের একটি স্বীকৃত প্রতিষ্ঠান। এটি ক্যাথলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নামেও পরিচিত কারণ রোমান ক্যাথলিক পুরোহিতরা এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন। কলেজটি ১ জুলাই ১৮৪৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটাতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা রয়েছে। দিনে একটি শিফটে ক্লাস হয়। নটরডেম কলেজের EIIN নম্বর হল 108274।

খ্রিষ্টান মিশনারি কর্তৃক পরিচালিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি মূলত খ্রিষ্টান সম্প্রদায়, আদিবাসী, সংখ্যালঘু ও হতদরিদ্র জনগোষ্ঠীর কাছে শিক্ষা পৌঁছে দেয়ার জন্য পরিচালিত হলেও এটি সকল ধর্ম ও সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এবং প্রতিষ্ঠালগ্ন থেকেই অধিকাংশ শিক্ষার্থী বাঙালি মুসলিম। ২০১৯ সালের পরিসংখ্যান অনুযায়ী প্রতিষ্ঠানটির ৮৫ শতাংশ শিক্ষার্থী মুসলিম। নটর ডেম কলেজের শিক্ষার্থীরা “নটরডেমিয়ান” নামে পরিচিত।

নটরডেম কলেজের শিক্ষা ব্যবস্থা খুবই মানসম্মত। নটরডেম কলেজের মূলমন্ত্র হল ‘জ্ঞানের আলোকে ভালোবাসো’। তাদের পাঠ্যশিক্ষার পাশাপাশি বিভিন্ন ধরণের ক্লাব রয়েছে। যেমন, নটরডেম ডিবেটিং ক্লাব, নটরডেম রাইটস ক্লাব, নটরডেম নেচার স্টাডি ক্লাব, নটরডেম সায়েন্স ক্লাব ইত্যাদি।

একনজরে নটরডেম কলেজ (NDC)

স্থাপিতঃ ৩ নভেম্বর ১৯৪৯

অবস্থানঃ আরামবাগ, মতিঝিল, ঢাকা

ধরণঃ বেসরকারি (Private)

মিডিয়ামঃ বংলা/ইংরেজি

শিক্ষার্থীর ধরণঃ ছেলে

আসন সংখ্যাঃ বিজ্ঞানঃ২১০০, মানবিকঃ ৪১০, ব্যবসায় শিক্ষাঃ ৭৬০

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবাসে অবস্থিত। কলেজটি ১৬ ফেব্রুয়ারী ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে  বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং মানবিক শাখা রয়েছে। এই কলেজের পাসের হার ৯৯.৪২%। এখানে শুধু দিবা শিফটে ক্লাস হয়। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কোড (EIIN) হল 107855।

সেনাবাহিনীতে কর্মরত, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত, ঢাকায় কর্মরত MES(Army) ও প্রতিরক্ষা খাত হতে বেতনভুক্ত শুধু সেনা ইউনিটে ঢাকায় কর্মরত অসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানের ক্ষেত্রে SQ কোটায় আবেদন করার সুযোগ রয়েছে।

পড়াশুনার পাশাপাশি কলেজে এনএএসসি (নিউট্রিনো এসিসি বিজ্ঞান ক্লাব), বিতর্ক ক্লাব, ফটোগ্রাফি ক্লাব, আইটি ক্লাব, বিজনেস ক্লাব, ক্রীড়া ক্লাবসহ আরও বিভিন্ন ক্লাবে অংশগ্রহণের সুযোগ রয়েছে।

সালমান শাহ, শাফি ইমাম রুমি, আয়মান সাদিক এই কলেজের ছাত্র ছিলেন।

একনজরে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ

স্থাপিতঃ ১৬ ফেব্রুয়ারি ১৯৬০
অবস্থানঃ ঢাকা সেনানিবাস
ধরণঃ স্বায়ত্বশাসিত (Private)
মিডিয়ামঃ বংলা/ইংরেজি
আসন সংখ্যাঃ বিজ্ঞানঃ১০৪৫, মানবিকঃ ২৩০, ব্যবসায় শিক্ষাঃ ৫২৫
কলেজ টাইম: ৭.৩০ থেকে ১.১৫
ভর্তি ফি: ১৮ হাজার থেকে ২০ হাজার
মাসিক বেতনঃ ২৫৫০ টাকা
শিক্ষার্থীর ধরণঃ ছেলে এবং মেয়ে

ভিকারুননিসা নূন  কলেজ

ভিকারুননিসা নূন কলেজ ঢাকার সেরা ৩টি কলেজের মধ্যে একটি। কলেজটি ১৯৫২ সালের ১ জানুয়ারী প্রতিষ্ঠিত হয়েছিল। কলেজটিতে শুধু মেয়েরা ভর্তি হতে পারে।

এই প্রতিষ্ঠানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা রয়েছে। এখানে মর্নিং শিফট ও ডে শিফটে ক্লাস হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভিকারুননিসা নূন কলেজের গড় পাসের হার 99.26%।  এছাড়া প্রচুর শিক্ষার্থী এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়ে থাকে। ভিকারুননিসা নূন কলেজ  কোড (EIIN) হল 108357।

একনজরে ভিকারুননিসা নূন কলেজ

স্থাপিতঃ ১ জানুয়ারি ১৯৫২
অবস্থানঃ রমনা, ঢাকা
ধরণঃ স্বায়ত্বশাসিত (Private)
মিডিয়ামঃ বংলা/ইংরেজি
আসন সংখ্যাঃ বিজ্ঞানঃ, ১৩৮০ মানবিকঃ ৩০০ , ব্যবসায় শিক্ষাঃ ৩০০
শিফট: প্রভাতি ও দিবা
ভর্তি ফি: ১০ হাজার টাকা
মাসিক বেতনঃ ২১০০ টাকা
শিক্ষার্থীর ধরণঃ ছেলে এবং মেয়ে

রাজউক উত্তরা মডেল কলেজ

রাজউক উত্তরা মডেল কলেজ ঢাকার আরেকটি স্বনামধন্য কলেজ। এটি উত্তরায় অবস্থিত। কলেজটি ১ জুলাই ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। । এই কলেজে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং মানবিক শাখা রয়েছে। এই কলেজের গড় পাসের হার ৯৯.৮৩%। রাজউক উত্তরা মডেল EIIN নম্বর হল 108573।

এই কলেজে ছেলে ও মেয়ে উভয়েরই ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।

একনজরে রাজউক উত্তরা মডেল কলেজ

স্থাপিতঃ ১ জুলাই ১৯৯৪
অবস্থানঃ উত্তরা, ঢাকা
ধরণঃ স্বায়ত্বশাসিত (Private)
মিডিয়ামঃ বংলা/ইংরেজি
আসন সংখ্যাঃ বিজ্ঞানঃ, ১০৪৪ মানবিকঃ ১৪০ , ব্যবসায় শিক্ষাঃ ৩৫৪
শিফট: প্রভাতী ও দিবা
ভর্তি ফি: ১০ হাজার টাকা
মাসিক বেতনঃ বাংলা মাধ্যম ২০০০ টাকা ও ইংরেজি মাধ্যম ৪০০০ টাকা
শিক্ষার্থীর ধরণঃ ছেলে এবং মেয়ে

ঢাকা কলেজ

ঢাকা কলেজ ঢাকার একটি প্রাচীন ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। ১৮৪১ খ্রিষ্টাব্দের ২০ই নভেম্বর কলেজটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি সরকারি কলেজ। এখানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা রয়েছে। এই কলেজে গড় পাসের হার ৯৯.৯১%। ঢাকা কলেজের EIIN নম্বর হল 107977

একনজরে ঢাকা কলেজ

স্থাপিতঃ ২০ নভেম্বর ১৮৪১
অবস্থানঃ মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা

ধরণঃ সরকারি
মিডিয়ামঃ বংলা
আসন সংখ্যাঃ বিজ্ঞানঃ, ৯০০ মানবিকঃ ১৬০ , ব্যবসায় শিক্ষাঃ ১৬০
শিফট: প্রভাতি (৮.০০ টা থেকে ১১.০০ টা)
ভর্তি ফি: ৩৫০০ টাকা
মাসিক বেতনঃ নাই
শিক্ষার্থীর ধরণঃ ছেলে এবং মেয়ে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *